কিছু স্বপ্নবাজ মানুষ
যারা আজীবন বিশ্বাস করতেন মানুষের ক্ষমতায়নে, সমাজের পরিপূর্ন উন্নয়নে।ঘর সংসার ছেড়ে বেরিয়ে এসছেন তারা বিভিন্ন সময়ে জনগোষ্ঠীর ভিন্ন ভিন্ন সামাজিক অঞ্চল থেকে।তাঁদের জীবনে আছে বিপুল সাফল্য এবংবিরাট ব্যর্থতাও। থাকতে পারে ভুল ভ্রান্তি।তাপরো আজকের সুবিন্যস্ত সমাজ কাঠামো বিনির্মানে তাদের অবদান আমাদের মনে করতে হবে। সমালোচনার ক্লেদ কিছুটা থাকলেও তাঁরা আমারে মনের জানালায় হঠাৎ হঠাৎ উকি দিয়ে যায়।তখন আমরা বিভিন্ন পরিস্থিতিতে দৃষ্টান্ত হিসেবে তাঁদের কথা বলি এবং নতুন পথ খুজে পাই।




Comments
Post a Comment