লক্ষ এখন দক্ষ মানুষ
আমাদের ঘরে সংসারে হতাশার যে অন্কুর তার মূলেথাকে নানান রকম অক্ষমতা। যে কারনে জীবনে পেশাদারীত্বের স্তরে উন্নীত হতে বয়েস বেড়ে যায়।শিক্ষিত হওয়া এবং সুনির্দিষ্ট একটা কাজে দক্ষ হয়ে ওঠবার বয়সটা পার হয়ে যায় হতাশা আর ভুল কর্মকান্ডে।আসলে এই বিষয়গুলো একেবারে সুনির্দিষ্ট করে দেখা আজকের দিনে খুবই সম্ভব।শুধুমাত্র চরম হতাশায় নিমজ্জিত হয়ে থাকা মানুষগুলো পুরনো অভ্যাস চক্রের কালোবৃত্ত থেকে বেরিয়ের আসার একটা পথ নকশা করাটাই এখন মূল কাজ। পরিবারে বা সমাজে মানুষের মধ্যে সম্পদ কেন্দ্রিক অনেক ঘটনা ঘটে। কেউ কারুরটা জোর জবরদস্তি করে দখল করে রাখে, কেউবা মানুষের অজ্ঞতার সুয়োগ নিয়ে ফায়দা হাসিল করে। এসব একারনেই হয় যে দুষ্ট ব্যাক্তিটিও স্পষ্ট করে এটা জানেনা যে অন্যায়ভাবে এসব করার কোন প্রয়োজন পরেনা।এসব হয় মানুষ যখন তার সক্ষমতার বিকাশ সাধনের পথ থেকে দূরে সরে যায়।সক্ষমতার এই যে পথ কি সেটা? জমাজমি, টাকা , স্বর্ণালংকার যেমন সম্পদ। যে সম্পদগুলো কারো কম বা বেশী আছে, অথবা কারুর নেই। ইনটেলেচুয়াল প্রপার্টি নামে একটি সম্পদ প্রত্যক মানুষেরই আছে, যার মূল্য ও বৃদ্ধি পৃথিবীর যে কোন সম্পদের তুলনায় অনেক অনেক বেশী।আমরা জানার চেষ্টা করব কি এই সম্পদ যার পরিপূর্ন বিকাশ গোটা সমাজকে বিরাটভাবে ক্ষমতায়িত করতে পারে। এবং সেটা শুধুমাত্র সময়োর ব্যাপার।

Comments
Post a Comment